শনিবার (১৯ অক্টোবর) রাতে ধামরাইয়ের ডাউটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সাজেদুর মাগুরা জেলার সেলিম রেজার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশ দিয়ে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ ওয়াহেল বাকি বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
আরআইএস/