রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার জোনাকি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়ারা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নাচোল উপজেলার আমনুরা সড়ক পারাপারের সময় চাপাইনবাবগঞ্জগামী একটি অটোরিকশার ধাক্কায় আহত হন সাজুর।
নিহত সাজুর ছেলে রাজিকুল ইসলাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অটোরিকশা চালককে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি কোনো মামলা করবেন না।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরআইএস/