রোববার (২০ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ রুমি উপজেলার বিদ্যানন্দী বাহাপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে নজরুল ইসলামের স্ত্রী।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধারের সময় গৃহবধুর গলায় ফাঁস দেওয়ার দাগ ছিল। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এসএইচ