ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রাকচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
নরসিংদীতে ট্রাকচাপায় যুবক নিহত

নরসিংদী: নরসিংদীতে ট্রাকচাপায় মিলন মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) দিনগত রাতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আরশিনগরে এ দুর্ঘটনা ঘটে। 

মিলন জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামের মনজু মিয়ার ছেলে। তিনি আরশিনগর রেলক্রসিংয়ের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করতেন।

নরসিংদী সদর মডেল থানা পুলিশ জানায়, রাতে রায়পুরা থেকে বালুবোঝাই একটি ট্রাক নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে আরশিনগর মোড়ে এসে বাঁক নেওয়ার সময় মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক রাব্বি মিয়াকে (২৭) আটক করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় মিলনের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু তার হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।