রোববার (২০ অক্টোবর) দুপুরে শিবপুরে স্যামসাং ফ্যাক্টরির ফ্রিজ তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শিবপুর উপজেলা বংশিদিয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
জানা যায়, রোববার সকালে সাব্বির কাজে আসেন। কাজ করার সময় কারখানায় বিদ্যুতের তারে তার পা জড়িয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শেলী রাণী দাস বাংলানিউজকে বলেন, সাব্বিরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এনটি