ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
বগুড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়া: বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আটক ব্যক্তিরা হলেন-বগুড়া সদরের রহমান নগর এলাকার আজিজুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম লিটন (৫০), তার স্ত্রী সাবানা আক্তার সাবা (৩৫) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্যারিস্টারপাড়ার মৃত আব্দুল গনির ছেলে মো. আনোয়ার শেখ (৪০)।

রোববার (২০ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) রাতে বগুড়া সদর উপজেলার রহমান নগর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৮ হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
কেইউএ/কেএসডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।