তবে রোববার (২০ অক্টোবর) বিকেলে সুরমা নদীরতে ধরা পড়লো প্রায় সোয়া দুই কেজি ওজনের রুপালি ইলিশ।
সুরমা নদীর বিশ্বনাথের লামাকাজি এলাকা থেকে জেলেদের জালে অন্য মাছের সঙ্গে ধরা পড়ে সোয়া বড় আকৃতির এ ইলিশটি।
এদিন ১১ জন জেলে প্রায় ৬শ হাত দৈর্ঘ্যের বিশাল জাল ফেলেন সুরমার বুকে। স্থানীয়ভাবে এটাকে ‘পাঞ্চাল’ বলে। জালটি কাছে ভেড়াতেই রুপালি ইলিশের দেখা মেলে।
লামাকাজি এলাকার জেলে ষাটোর্ধ্ব হামিদ উদ্দিন বলেন, আমরা দিনে অন্তত দু’তিনবার সুরমার বুকে জাল ফেলি। কখনও এত বড় ইলিশের দেখা মেলে না। কদাচিৎ উঠলেও ছোট আকৃতির একটি দু’টি ইলিশ মিলতো। সাধারণত এ ধরনের ইলিশ মাছ সুরমার বুকে পাওয়া বিরল।
এরআগে দেশের সর্ববৃহৎ মিঠাপানির হাওর হাকালুকি ও চেঙেরখালে জেলেদের জালে ধরা পড়ে রুপালি ইলিশ।
জেলেরা জানান, প্রতি বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ছোট আকারের ইলিশ ধরা পড়ে। হাওরটিতে কুশিয়ারা নদীর সংযোগ থাকাতে হাকালুকিতে ইলিশ মাছ প্রবেশ করতে পারে।
মিঠাপানিতে ইলিশ পাওয়া প্রসঙ্গে সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ বাংলানিউজকে বলেন, সিলেটে যে ইলিশ মিলছে, ওটা সাগরের নয়, লোকাল প্রজাতির। তবে বর্ষায় মিঠাপানির মধ্যে হাকালুকি হাওরে বেশি ইলিশ মেলে। সুরমা বা চেঙেরখাল নদীতে মাঝেমধ্যে ইলিশ দেখা যায়।
তিনি আরও বলেন, ইলিশের এই প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য গবেষণা প্রয়োজন। এজন্য উপর মহলে প্রস্তাব পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এনইউ/এএ