ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ককটেলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
দিনাজপুরে ককটেলসহ আটক ৩

দিনাজপুর: নাশকতার পরিকল্পনা করার সময় দিনাজপুর থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩ দিনাজপুরের উপ-পরিচালক মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- একই এলাকার কুরবান আলীর ছেলে নয়ন ইসলাম (২৫), মো. নুরুজ্জামান সাবুর ছেলে রাসেল আহম্মেদ (২৫) ও মৃত মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন শুভ (২৪)।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে রোববার ভোরে জেলা শহরের ৪ নম্বর ওয়ার্ডের সুইহারীতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করে র‌্যাব সদস্যরা। সেসময় তাদের কাছ থেকে একটি ককটেল, একটি রামদা জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।