রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় হাসপাতালটির সিসিইউয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
বরিশাল জেলা বিএমএ’র সভাপতি ডা. ইসতিয়াক হোসেন বাংলানিউজকে জানান, রোববার (২০ অক্টোবর) সকালে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে আবরার আহম্মেদের এক রোগীর গলায় অস্ত্রোপচার করার কথা ছিল।
তার নামাজের প্রথম জানাজা দুপুর আড়াইটায় শেবামেকের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়। ঢাকায় তার পরিবারের কাছে মরদেহ পাঠানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ইসতিয়াক।
ডা. আবরার আহম্মেদ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের চতুর্থ ব্যাচের সঙ্গে এমবিবিএস পাস করেন ও ২০১১ সালে একই মেডিক্যাল কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে অবসরে যান। এরপর তিনি স্বাচিপের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ও বরিশালেই রোগী দেখতেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ ও স্বাচিপসহ বিভিন্ন চিকিৎসক সংগঠন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমএস/কেএসডি/একে