লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ/ছবি: সংগৃহীত
ঢাকা: লেবাননে বসবাসরত প্রবাসীদের সতর্ক করেছে সেখানের বাংলাদেশের দূতাবাস। প্রবাসীদের লেবাননের চলমান সরকার বিরোধী নাগরিক আন্দোলনে অংশগ্রহণ না করার জন্যও অনুরোধ করা হয়েছে। রোববার ( ২০ অক্টোবার) দূতাবাসের এক বার্তায় এই অনুরোধ করা হয়।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, 'অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সংখ্যক অতি উৎসাহী প্রবাসী বাংলাদেশি লেবাননের চলমান সরকার বিরোধী নাগরিক আন্দোলনে অংশগ্রহণ করছে। কেবল অংশগ্রহণই নয়, তারা বিভিন্ন টেলিভিশনে এ বিষয়ে বক্তব্যও রাখছেন।
একজন বিদেশি কর্মী হিসেবে এটা কোনো ক্রমেই কাম্য নয়। এতে লেবাননে কর্মরত বাংলাদেশি কর্মীদের উপর বিরূপ প্রভাবসহ ভবিষ্যতে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়ার উপর প্রচণ্ড বিরূপ প্রভাব পড়তে পারে। এই অবস্থায় লেবাননে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। '
গত কয়েকদিন ধরে লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘন্টা, অক্টোবর ২০, ২০১৯
টিআর/এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।