রোববার (২০ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি।
মন্ত্রী আরও বলেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমরা কম লোক নিয়ে কাজ করবো, কিন্তু সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের নিয়ে কাজ করতে চাই না। সে জন্য আমরা জনগণের সমর্থন চাই। জনগণের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকে যেটা বড় জিনিস, সেটা হলো শিক্ষা। শিক্ষার মান আমাদের বাড়াতে হবে। পৃথিবীর মধ্যে টিকে থাকতে হলে গায়ের জোরে, গলাবাজি করে টিকে থাকা যায় না। ’
বক্তব্য শেষে মন্ত্রী চলে যাওয়ার পর বিশেষ অতিথি হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে উপস্থিত হন। পরে তিনি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান মাস্টার, স্থানীয় কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন খোকন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন সামু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরএস/ওএফবি