ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মহম্মদপুরে ১০ হাজার মিটার জাল ধ্বংস, দুজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
মহম্মদপুরে ১০ হাজার মিটার জাল ধ্বংস, দুজনকে জরিমানা মা ইলিশ

মাগুরা: মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে ইলিশের প্রজনন মৌসুমে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২০ অক্টোবর) ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।  এসময় মুকুল (৩২) ও সবুজ (২৫) নামে দুই জেলেকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার, পুলিশের এস আই মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯।

আরকেআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।