গত ৮ অক্টোবর প্রথম দফায় তানভীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। রিমান্ড চলা অবস্থায় ১৩ অক্টোবর তাকে কারাগারে পঠানো হয়।
ফাহাদ হত্যা মামলায় তানভীরসহ এই নিয়ে সাতজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এর আগে স্বীকারোক্তি দিয়েছেন বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার এবং সদস্য মুজাহিদুর রহমান মুজাহিদ ও মনিরুজ্জামান মনির।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।
এই ঘটনার পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
কেআই/এমএইচএম