ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে আ'লীগের সম্মেলনে সমাগম হবে দুই লাখ নেতাকর্মীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ফেনীতে আ'লীগের সম্মেলনে সমাগম হবে দুই লাখ নেতাকর্মীর মত বিনিময় করছেন নিজাম উদ্দিন হাজারী/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, আসন্ন ২৬ অক্টোবরে (শনিবার) সম্মেলনে ২ লাখ নেতা-কর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে ঘোষণা দেন।

শনিবার (২০অক্টোবর) শহরের একটি মিলনায়তনের সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত-বিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এ সম্মেলনটি অতীতের সকল রেকর্ডকে ভঙ্গ করবে।

ফেনীর ইতিহাসে সর্বাধিক লোকের সমাবেশ ঘটবে এ সম্মেলনে। সম্মেলনটি হবে সুন্দর ও সুশৃঙ্খলতার দৃষ্টান্ত।

নিজাম হাজারী আরো বলেন, সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশসের মেয়র আজম নাসিরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে মত-বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইফতেখারুল ইসলাম, অ্যাডভোকেট আক্রামুজ্জামান, ফেনী জজকোর্টের পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয় রঞ্জন দত্ত ও মাস্টার আলী হায়দার।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসএইচডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।