ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের দায়ে কারখানা মালিকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের দায়ে কারখানা মালিকের জরিমানা ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে মিজানুর রহমান (২২) নামে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।

রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৫।

মিজানুর উপজেলার ওই গ্রামের মো. আজবার আলীর ছেলে।  

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এসপি) মো. রাজিবুল আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ জানতে পারেন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় এক শ্রেণির অসাধু ব্যক্তি ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ করে বাজারজাত করে আসছে।

ওই সংবাদের ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় মিজানের গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন।

এসময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৩ হাজার কেজি ভেজাল গুড়, রংসহ বিভিন্ন সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ করা হয়। একই সঙ্গে ভেজাল গুড় তৈরি ও বিক্রির দায়ে কারখানার মালিক মিজানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

পরে জব্দকৃত ৩ হাজার কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৮ বস্তা চিনি স্থানীয় দুটি মাদ্রাসার এতিম খানায় দান করা হয়।

বাংলাদেশ সময়: ০৬২৩, অক্টোবর ২০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।