ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডে নিখিল নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডে নিখিল নির্বাচিত মো. মাসুদুল হক নিখিল

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাসুদুল হক নিখিল।   

রোববার (২০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।  গত ৭ এপ্রিল ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইউনুসুর রহমান মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়।

মাসুদুল হক নিখিল ডালিম প্রতীকে ১৯১২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ১৩৮৭ ভোট, গাজর প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন ছটকু পেয়েছেন ৮৫১ ভোট, পানির বোতল প্রতীকের প্রার্থী আঃ বাশির পেয়েছেন ৮৩৩ ভোট।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯।
আরকেআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।