ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত

নেত্রকোনা: মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নেত্রকোনায় পিকআপ ভ্যানের চাপায় বিল্লাল হোসেন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল চল্লিশা ইউনিয়নের পাঁচাশীপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

সে নুরুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় দুর্ঘটনার আগে ময়মনসিংহ থেকে একটি পিকআপ ভ্যান নেত্রকোনার দিকে যাচ্ছিল। পরে চল্লিশা এলাকার বেসরকারি একটি ব্যাংকের সামনে পৌঁছে।  

এ সময় পথচারী মাদ্রাসা শিক্ষার্থী শিশু বিল্লালকে পিছন থেকে চাপা দিয়ে যায় পিকআপ ভ্যান চালক। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বিল্লাল, তবে দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি আটক করে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।