ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে আ’লীগ নেতা সোলায়মান আলীর ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
সৈয়দপুরে আ’লীগ নেতা সোলায়মান আলীর ইন্তেকাল সোলায়মান আলী

নীলফামারী: উনসত্তরের গণঅভ্যুথানের তুখোড় ছাত্রনেতা ও নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান আলী (৭৫) ইন্তেকাল করেছেন।

রোববার (২০ অক্টোবর) ভোরে শহরের টেকনিক্যাল কলেজ পাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি।  

মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে এবং ২ মেয়ে রেখে গেছেন।

বাদ যোহর হাতিখানা কবরস্থান মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।  

সোলায়মান আলীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯।  
আরকেআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।