সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সোনাপুর বাজারের পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পল্লী চিকিৎসক জয়নালের বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
জয়নালের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এফইএস/আরবি/