ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে ধানক্ষেত থেকে পল্লী চি‌কিৎসকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
উলিপুরে ধানক্ষেত থেকে পল্লী চি‌কিৎসকের মরদেহ উদ্ধার

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধানক্ষেত থেকে জয়নাল আবেদীন (৪৫) নামে এক পল্লী চি‌কিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সোনাপুর বাজারের পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে মরদেহ‌টি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পল্লী চিকিৎসক জয়নালের বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জয়নালের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলা‌নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।