ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশ জয়েন্ট কমিশনের নবম সভা শুরু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়েছে।
সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো আসাদুল ইসলামসহ ইইউ'র প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সভা চলবে বিকাল ৫টা পর্যন্ত। সভা শেষে বিকাল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করা হবে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘন্টা, অক্টোবর ২১, ২০১৯
এসএমএকে/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।