ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জাপান সম্রাটের অভিষেকে যোগ দিতে টোকিওতে রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
জাপান সম্রাটের অভিষেকে যোগ দিতে টোকিওতে রাষ্ট্রপতি

ঢাকা: জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী টোকিওতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২১ অক্টোবর) ভোর ৬টা ৩১ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মনজা ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

আট দিনের বিদেশ সফরে রাষ্ট্রপতি রোববার (২০ অক্টোবর) জাপানের উদ্দেশে রওয়ানা হন। তাকে বহনকারী ফ্লাইট দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর রাষ্ট্রপতি আরেক ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে জাপানের উদ্দেশে রওয়ানা হন।

সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী রাশিদা খানম, পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, বঙ্গভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টোকিও পৌঁছানোর পর রাষ্ট্রপতি সোমবার দুপুরেই স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে তিনি সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। সেদিন টোকিওর হোটেল নিউ ওটানি-তে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই দেখা করবেন বাংলাদেশ রাষ্ট্রপতি হামিদের সঙ্গে।

পরে হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন হামিদ।

দেশে ফেরার সময় রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। দ্বিতীয় পর্যায়ে ২৫ থেকে ২৭ অক্টোবর তিনি সিঙ্গাপুর সফর করবেন।

২৭ অক্টোবর রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।