ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাড়ির চাপ নেই শিমুলিয়া ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
গাড়ির চাপ নেই শিমুলিয়া ঘাটে

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীবাহী গাড়ির চাপ নেই। ফলে ঘাটে এসে স্বাভাবিকভাবে ফেরিতে উঠতে পারছে গাড়ি। তবে বর্তমানে ১১টি ফেরি তুলনামূলক কম লোড নিয়ে চলাচল করছে। এতে পারের অপেক্ষায় ঘাটে আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক।

নৌরুটে এখনো পুরোপুরিভাবে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে তিনটি রো রোসহ ১১টি ফেরি চলাচল করছে। তবে এখনো ফেরি চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি। ফেরিগুলো তুলনামূলক কম লোড নিয়ে চলাচল করছে।

চ্যানেলে নানা বাধা অতিক্রম করে ফেরি চালাতে হচ্ছে। ড্রেজিং কাজ চলমান রয়েছে। তবে যেই চ্যানেলে কাজ চলছে সেটি এখনো খুলে দেওয়া হয়নি। গাড়ির কোনো চাপ নেই শিমুলিয়া ঘাটে। গেল কয়েকদিনের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের খারাপ অবস্থার কারণে গাড়ির চাপ কমেছে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, শিমুলিয়া ঘাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। ফেরিগুলো কম গাড়ি লোড করে চলাচল করছে। তবে যাত্রীবাহী গাড়িগুলো অপেক্ষা ছাড়াই গন্তব্যে যেতে পারছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।