ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ১৮ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
উত্তরায় ১৮ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তরার ৪ ও ৬ নম্বর সেক্টরের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, সড়কের উন্নয়নের জন্য একটি গাছ কাটা পড়লে ৩টি গাছ রোপণ করতে হবে।

পাশাপাশি উন্নয়নমূলক কাজের মান ঠিকঠাক হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর শাহানাজ পারভিন মিতু।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির অবহেলিত এলাকাগুলোর মধ্যে বনানী, মিরপুর, বনশ্রী, আগারগাঁও, শেরে বাংলা নগর, উত্তরার বিভিন্ন অংশে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এসব এলাকায় সড়কের কাজ করার আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি।

‘ঢাকার বিভিন্ন সড়কে সেন্সর বসানোর কাজ চলছে। এতে অ্যাপসের মাধ্যমে স্মার্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। ফলে সিটি করপোরেশনের আয় বাড়বে। বড় সড়কগুলোতে সাইকেলের জন্য লেন তৈরি করা হবে। সড়কের পাশে বৃক্ষরোপণের পর দুই বছর ঠিকাদারী প্রতিষ্ঠানকে নজর রাখতে বলা হয়েছে যেন গাছগুলোর ক্ষতি না হয়।  প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হবে। কেউ যদি দুর্নীতি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ’

জানা য়ায়, প্রকল্পের আওতায় রয়েছে ৪ নম্বর সেক্টরের ৩ ও ৯ থেকে সার্ভিস রোড, ২০, ২০/এ, ২০/বি, ২০/ডি, ১৮ ও ৭ নম্বর রোড। ৬ নম্বর সেক্টরের ১৩, ১৩/এ (বিএনসিসি সংলগ্ন) ১৫ ও ১৬ নম্বর রোডের উন্নয়ন করা হবে।

এ প্রকল্পের আওতায় সড়ক ২ দশমিক ৮৭৪ কি.মি.। ফুটপাত ৪ দশমিক ৯৪৮ কি.মি.। নর্দমা ৪ দশমিক ৯৪৮ কি.মি. (আরসিসি নর্দমা) ৪০০মি. (১০৫০ মি.মি ডায়া পাইপ নর্দমা)।

এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৯৫ লাখ ৭হাজার ১ টাকা। কাজ শুরু হয়েছে চলতি বছরের ২ সেপ্টেম্বর থেকে। মাইশা কনস্ট্রাকশন (প্রাঃ) লিমিটেড প্রকল্পটি ২০২০ সালের মে মাসের ২৩ তারিখের মধ্যে শেষ করবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
পিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।