ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারকে ‘ইস্যু মাস্টার’ বললেন বিএনপির টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
সরকারকে ‘ইস্যু মাস্টার’ বললেন বিএনপির টুকু

ঢাকা: সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই সরকার ইস্যু তৈরির মাস্টার। তারা একটা সমস্যা তৈরি করেন। আবার ওই সমস্যাকে চাপা দেওয়ার জন্য নতুন আরেকটা সমস্যাকে সামনে আনেন।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে’ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান টুকু বলেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর পানি দিয়েছেন, ভালো কথা।

তিনি মানবিক মানুষ, তার হৃদয় বড়, পানি দিতেই পারেন। কিন্তু আমাদের দেশের মানুষ পানির জন্য হাহাকার করছে। তিস্তার পানির জন্য উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যাচ্ছে। তাদের জন্য কী ভারতের মনে দয়া হয় না?’

‘আমরা যদি এই কথা বলি তাহলে খবরের কাগজে লিখবে বিএনপি আবারও ভারতবিরোধী স্টেটমেন্ট নিয়ে নেমেছে। বিএনপি কখনও ভারতবিরোধী ছিল না। বিএনপি ভারতবিরোধী কথা বলে না। বিএনপি জাতীয় স্বার্থের পক্ষে কথা বলে। ’

তিনি বলেন, আজকের সরকার এমন একটি সরকারে রূপান্তিত হয়েছে, যাদের সঙ্গে জনসমর্থন নেই। যে সরকারের সঙ্গে কেউ নেই। এটি একটি এতিম সরকার। এই সরকারের হাতে আছে কিছু আমলা, বিভিন্ন বাহিনীর কিছু লোকজন, যারা দেশটাকে লুটপাট করে খাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া বিদেশে যাওয়ার মানুষ না। উনাকে বিদেশে যেতে হবে না। তিনি (খালেদা জিয়া) বলেছেন-‘বিদেশে আমার কোনো ঠিকানা নেই। আমার ঠিকানা বাংলাদেশ’।

ড্যাবের সভাপতি প্রফেসর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের মহাসচিব প্রফেসর ডা. আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।