সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার কানদাইল সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত শ্রীকান্ত হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কালচা গ্রামের খেলোরাম সিংয়ের ছেলে।
খেলোরাম সিং জানান, রোববার রাত ১০টায় শ্রীকান্ত চাকরির সন্ধানে ভারতের উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সামিউন্নবী চৌধুরী জানান, এক বাংলাদেশির মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ