ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভূরুঙ্গামারী সীমান্ত থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ভূরুঙ্গামারী সীমান্ত থেকে নারীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

কু‌ড়িগ্রাম: ভূরুঙ্গামারী উপজেলায় সীমান্তের জিরো পয়েন্টের কাছে জরিনা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার জিরো পয়েন্টের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম বাগভান্ডার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জরিনা বেগম রোববার থেকে নিখোঁজ ছিলেন।

সোমবার সকালে জিরো পয়েন্টের কাছে একটি নালার পানিতে পড়ে থাকা অবস্থায় নারীর মরদেহটি দেখতে পায় স্থানীয় কৃষকরা। পরে ভূরুঙ্গামারী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলানিউজকে জানান, জরিনা বেগম মৃগী রোগী ছিলেন। ভারতের কোন কবিরাজের কাছ থেকে ওষুধ আনতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অ‌ক্টোবর ২১, ২০১৯
এফইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।