সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার জিরো পয়েন্টের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম বাগভান্ডার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জরিনা বেগম রোববার থেকে নিখোঁজ ছিলেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলানিউজকে জানান, জরিনা বেগম মৃগী রোগী ছিলেন। ভারতের কোন কবিরাজের কাছ থেকে ওষুধ আনতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এফইএস/এইচএডি