ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাঁজাসহ গ্রেফতার কেসিসি কর্মচারী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
গাঁজাসহ গ্রেফতার কেসিসি কর্মচারী কারাগারে

খুলনা: গাঁজাসহ আটক খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মাস্টার রোলে কর্মরত কর্মচারী মাসুদ রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২১ অক্টোবর) সকালে দিঘলিয়া থানাপুলিশ উপজেলার ঘোষগাতী গ্রাম থেকে মাসুদ রানাকে আটক  করে। পরে বিকেলে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

রানা ১৯ বছর ধরে কেসিসি’র রাজস্ব বিভাগের তথ্য ও সেবা কেন্দ্রে এমএলএসএস পদে চাকরি করে আসছেন।

দিঘলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার পুলিশ মাসুদের বাড়িতে অভিযান চালায়। সে সময় তার ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই দিঘলিয়ায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পরবর্তীতে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমআরএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।