ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে অটোরিকশাচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
সুবর্ণচরে অটোরিকশাচাপায় পথচারী নিহত

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় আবু তাহের (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।সোমবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় রব্বানিয়া মাদ্রাসার সামনে রাস্তা পার হচ্ছিলেন পথচারী আবু তাহের। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।  

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।