ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র

সিলেট: বাংলাদেশের গার্মেন্টস সেক্টর অত্যন্ত শক্তিশালী হলেও শ্রমিকের নিরাপত্তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তাই বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২১ অক্টোবর) রাতে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ কথা বলেন।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি দিন দিন বাড়ছে।

ফলে ‘ইকোনমিক টাই’ও শক্তিশালী হচ্ছে। গত বছর দুই দেশের মধ্যে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের দ্বি-পাক্ষিক বাণিজ্য হয়েছে। এই বাণিজ্য সম্পর্ককে বৃদ্ধি করতে দুই দেশের বাণিজ্য সংক্রান্ত নীতি সমূহের সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশে যতগুলো আমেরিকান কোম্পানি রয়েছে সেগুলোতে প্রায় ৯৫ ভাগ বাংলাদেশি শ্রমিক কাজ করে। এতে বিশাল একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়েছে।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের শোয়েব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক খাতে যুক্তরাষ্ট্রের অবদান অনস্বীকার্য। তাছাড়া বাংলাদেশের বর্তমান সরকার অত্যন্ত ব্যবসাবান্ধব। বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সভায় আরও বক্তব্য দেন- সিলেট চেম্বারের সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক নজরুল ইসলাম, ফখর উস সালেহীন নাহিয়ান, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সল, বিশিষ্ট বিনিয়োগকারী ফখরুল ইসলাম চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ডা. আজিজুর রহমান।

মতবিনিময় সভা শেষে আমেরিকার রাষ্ট্রদূত মনিপুরী শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ নৃতানুষ্ঠান দেখে ভূয়সী প্রশংসা করেন।  

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।