ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
না’গঞ্জে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে এক পোশাকশ্রমিককে (১৭) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়। এর আগে ধর্ষিতার মা বাদী হয়ে বন্দর থানায় ছগির (২২) ও আরমান (২০) নামে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

 

গ্রেফতার ছগির বন্দরের কুড়িপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে ও আরমান একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) কাজশেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় ওই পোশাকশ্রমিককে মুখচেপে বন্দরের খালপাড় এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা।

বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ষণের অভিযোগে দুই যুবকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।