ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে সিফাত উল্লাহ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিফাত উল্লাহ বল্লভদী কান্দা গ্রামের মোমেন মিয়ার ছেলে।

স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ১টা থেকে শিশু সিফাত উল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজার পর বিকেল ৩টায় বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।