ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চিফ হুইপের সঙ্গে ত্রিপুরা কংগ্রেসের চিফ হুইপের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
চিফ হুইপের সঙ্গে ত্রিপুরা কংগ্রেসের চিফ হুইপের সাক্ষাৎ নূর-ই-আলম চৌধুরীর সঙ্গে কল্যাণী রায়ের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সঙ্গে ভারতের ত্রিপুরার প্রাদেশিক কংগ্রেসের চিফ হুইপ কল্যাণী রায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষৎকালে তারা দুই দেশের সংসদীয় রীতি-নীতি, সংসদীয় কার্যক্রম ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও নাহিদ ইজহার খান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।