ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রুপগঞ্জে র‌্যাবের অভিযানে দুই মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
রুপগঞ্জে র‌্যাবের অভিযানে দুই মাদকবিক্রেতা আটক আটক দুই মাদকবিক্রেতা র‌্যাব হেফাজতে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রুপগঞ্জ উপজেলা থেকে ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (২২ অক্টোবর) র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।  

আটকরা হলেন- রুপগঞ্জের ভূলতা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মাহমুদুল হাসান ওরফে রানা (৩২) ও শরীয়তপুর গোসাইরহাটের বড় কাছনা এলাকার আব্দুল মান্নানের ছেলে জাহিদ হাসান (৪২)।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও বিদেশি মদ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা। তাদের একমাত্র পেশা ছিল মাদক বিক্রি করা। দীর্ঘদিন যাবত তারা দু’জন মাদক বিক্রি করে আসছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।