ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বম্ভরপুরে চিকিৎসকের ওপর হামলা, চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
বিশ্বম্ভরপুরে চিকিৎসকের ওপর হামলা, চেয়ারম্যান আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আবাসিক চিকিৎসক ডা. আখতার উজ-জামান আখন্দের ওপর হামলার ঘটনায় পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে আব্দুজ জহুর সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার রাতেই আবাসিক চিকিৎসক ডা. আখতার উজ-জামান আখন্দ বাদী হয়ে পলাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও তার ছেলের সাইদুর রহমান রাজিবকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।


এরই পরিপ্রেক্ষিতে পলাশ ইউনিউয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে আব্দুর জহুর সেতুর ওপর থেকে পুলিশ তাকে আটক করে। এসময় মামলার অপর আসামি চেয়ারম্যানের ছেলে সাইদুর রহমান রাজিব পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, আবাসিক চিকিৎসক ডা. আখতার উজ জামানের উপর পলাশ ইউপি চেয়ারম্যানের ছেলের হামলায় দায়েরকরা মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে আটক করা হয়ে। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, চেয়ারম্যানের ছেলে সাইদুর রহমান রাজিব পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ  সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।