ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে সাইফুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে পদ্মানদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত সাইফুল শিবচরের বড় কেশবপুর গ্রামের নাসির ফকিরের ছেলে। 

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে দলবদ্ধভাবে সাইফুল ইসলাম ও অন্য শিশুরা গোসল করতে যায়। নদীতে নেমে ডুব সাঁতার খেলছিল শিশুরা।

একপর্যায়ে সাইফুল ইসলাম ডুব দিয়ে আর উঠেনি। সাইফুলকে না দেখে পরিবারের লোকজনকে খবর দেয় শিশুরা। পরে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজি করে সাইফুলকে অচেতন অবস্থায় উদ্ধারের পর পাঁচ্চর ইসলামিয়া প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।