ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল খালেক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার চর বাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খালেক ওই ইউনিয়নের কারামতিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাছ কাটার সময় অসাবধানতাবশত পল্লীবিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন শ্রমিক খালেক। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ঝুলে থাকা তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় চর বাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।