ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে বায়েজিদ হাওলাদার নামে পাঁচ বছরের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। বায়েজিদ ওই এলাকার রহমান হাওলাদারের ছেলে।



শিশু বায়েজিদের বাবা রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বায়েজিদ। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।