ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ফেনীতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ১ জনের মৃত্যু

ফেনী: ফেনী নগরীর পাগলা মিয়া সড়কে বৈদ্যুতিক খুঁটি ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ‘ফেনী লংকা পাওয়ার লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় দুর্ঘটনাটি ঘটে।
  
এসময়, ঘটনাস্থলেই মো. মাসুম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

এ ঘটনায় রায়হান নামে আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, লংকা পাওয়ারের কাজ করার সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে দুই শ্রমিক চাপা পড়ে। ঘটনাস্থলে পৌঁছে মাসুমকে মৃত অবস্থায় দেখতে পান তিনি।  

তাদের দু’জনেরই বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচডি/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।