বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে জরুরি অবতরণ করবে বলে জানান বিমানটির পাইলট। পরে বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে কী কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
টিএম/এনটি