ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদক ও অস্ত্রসহ গৌরনদীতে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
মাদক ও অস্ত্রসহ গৌরনদীতে আটক ১ প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে মাদক, ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল গৌরনদী উপজেলার পশ্চিম বয়সা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মো. বেলায়েত মাতুব্বর ওরফে বিল্লালকে (২৯) আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, একটি ধারালো দা এবং ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএস/এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।