শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের কনভেনশন হলে গার্মেন্টস শিল্পের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধিদলটি তাদের মতামত ব্যক্ত করেন।
সংসদ সদস্য শামীম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিকেএমইএ, চেম্বার অব কমার্স, বিএমএ, বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা ফতুল্লার বিসিক শিল্পনগরীর বেশ কয়েকটি আধুনিকমানের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প কারখানা পরিদর্শন করেন। এসব শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নানা সুযোগ-সুবিধার কথা জেনে তারা খুশি হয়েছেন এবং দেশের গার্মেন্ট শিল্পের প্রশংসাও করেছেন। বাংলাদেশের শিল্পখাতকে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে আরও ভালো ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে নিজ দেশের শীর্ষ পর্যায়ে সুপারিশ করবেন বলেও তারা আশ্বাস দেন।
প্রতিনিধিদলে সিনেটরদের মধ্যে ছিলেন- লুইস আর সেপুল ভেদা, জেমস স্কৌফিস, জন সি লিউ, কেভিন এস পার্কার ও লেরয় কমরি। এবারই প্রথমবারের মতো তারা বাংলদেশে পরিদর্শনে এসেছেন।
পরে সংসদ সদস্য শামীম ওসমান জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধিদলকে বাংলাদেশের গার্মেন্টশিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যাতে আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত চিত্র সম্পর্কে এই সিনেটররা জানতে পারেন। সে অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠগুলোর নেতাদের সঙ্গে তাদের আলোচনার সুযোগ করে দিয়েছেন।
শামীম ওসমান বলেন, সিনেটরদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়েও ব্যাপাক আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের এই বিশাল অসহায় জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের দেশে ফিরে যাওয়া ও সুন্দর জীবনযাপনেরও অধিকার রয়েছে। সে কারণে বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা করা উচিত।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এএ