ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা চায় নুসরাতের পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
নিরাপত্তা চায় নুসরাতের পরিবার

ফেনী: বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাতের পরিবার।

রায় দ্রুত কার্যকরের পাশাপাশি নিজেদের জানমালের নিরাপত্তা চেয়েছেন তারা।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নুসরাতের কবর জিয়ারত শেষে তার বাবা ও বড় ভাই পরিবারের নিরাপত্তার কথা বলেন।

নুসরাতের বাবা এ কে এম মুসা মানিক বলেন, রায়ে আমরা খুশি। কিন্তু রায়ের পর আসামিপক্ষের অব্যাহত হুমকি-ধামকিতে আমরা শঙ্কিত।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, কয়েকজন প্রভাবশালী আসামির পক্ষের লোকজন বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের জানমালের নিরাপত্তা চাই।

তবে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মুহাম্মদ খালেদ হোসেন বাংলানিউজকে বলেন, নুসরাতের বাড়িতে আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিয়ে তাদের শঙ্কার কিছু নেই। পুলিশ নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।