ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে আলজেরিয়া

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে আলজেরিয়া

বাকু, আজারবাইজান থেকে: বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া দূতাবাস পুনরায় চালু করবে আলজেরিয়া। শুক্রবার (২৫ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ কথা জানান আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ। 

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে এখন আজারবাইজান সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ।  

ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাকু কংগ্রেস সেন্টারে বৈঠক করেন তারা।

পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

পড়ুন>>রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, আলজেরিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন যে, বাংলাদেশে আবার মিশন খুলবে তারা।

‘বাংলাদেশে আলজেরিয়ার মিশন ছিল, পরে এটা বন্ধ হয়ে যায়। এটা 
পুনরায় খোলা হবে। ’

শহীদুল হক বলেন, আলজেরিয়া মনে করে বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার ব্যবসাসহ অন্যান্য রাজনৈতিক বিষয়ে একই ধরনের অবস্থায় রয়েছে। আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে চায়। সুতরাং তারা এখন আবাসিক মিশন খুলবে।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলজেরিয়া প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু আলজেরিয়ায় ন্যাম সম্মেলনে যোগ দিযেছিলেন। প্রধানমন্ত্রী নিজেও কিছুদিন আগে আলজেরিয়া গিয়েছেন, তা নিয়েও কথা বলেন তারা।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।