জানা যায়, ঘিলাছড়ি মৌজার হেডম্যান দীপময় তালুকদার হত্যার ঘটনায় রাতে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ৩৬৪, ৩০২ এবং ২৪ ধারায় একটি হত্যা মামলা (নম্বর ০১, ২৬ অক্টোবর ২০১৯) করা হয়।
রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া জানান, নিহত হেডম্যান দীপময়ের ম্বজনদের পক্ষ থেকে কোনো মামলা না করায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও শনাক্ত করা যায়নি। তবে পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।
গত ২৪ অক্টোবর সকালে উপজেলার গাইন্দা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ঘিলাছড়ি মৌজার হেডম্যান দীপময় তালুকদারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৩ অক্টোবর বিকেলে ২ নম্বর গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়া থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় একদল সন্ত্রাসী।
বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএ