শনিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টায় গুলশান-১ এর ডিসিসি মার্কেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি মহাখালী সরকারি তিতুমীর কলেজের সামনে গিয়ে সম্পন্ন হয়।
গুলশান থানা আয়োজনে র্যালিটিতে বনানী ও বাড্ডা থানা থেকে কমিউনিটি পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। ‘পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য রহমতুল্লাহ ও আকবর হোসেন পাঠান প্রমুখ।
এছাড়া ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে র্যালিতে পুলিশ কর্মকর্তা বিপ্লব, নাজমুল, জাকিয়া ও জমির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
টিএম/এএটি