শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কায়েমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ইসমত আরা ওই গ্রামের কালু শেখের স্ত্রী।
কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী সরকার বাংলানিউজকে জানান, কায়েমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে মাছ চাষ করছেন ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর ইকবাল হোসেন প্রামানিক। ওই পুকুরের পানি সয়লাব হয়ে স্কুলমাঠ ভরাট হয়েছে। সেখানে মাছ পাহারার জন্য বৈদ্যুতিক বাল্ব সংযোগ দেন ইউপি সদস্য। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ইসমত আরা হাঁস খোঁজার জন্য ওই স্কুল মাঠে যান। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকালে স্থানীয়রা ওই স্কুলমাঠে গৃহবধূর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি