শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী শহিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল জেলার বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, দুপুরে বাগবাড়ী এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন শফিকুল। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসআরএস