শনিবার (২৬ অক্টোবর) হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশনের নিজস্ব ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত এ কথা বলেন।
দিলোয়ার বখত বলেন, শিক্ষার্থীদের মধ্যে একটি ধারণা জন্মেছে ঘুষ ছাড়া চাকরি হয় না।
হবিগঞ্জ গণপূর্ত বিভাগ পাসপোর্ট অফিস সংলগ্ন সরকারি ভূমিতে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নান্দনিক এই ভবনটি নির্মাণ করা হয়। ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের ২ তলা সম্পন্ন হয়েছে।
উদ্বোধন শেষে নতুন ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তৃতা দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ সরকার, দুদকের উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি