ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দুই বছরে দুদকে ৩১ লাখ অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
দুই বছরে দুদকে ৩১ লাখ অভিযোগ

হবিগঞ্জ: দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে অনেক বেশি সক্রিয়। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ফলে গত দুই বছরে দুদকের কল সেন্টার এবং ওয়েবসাইটে ৩১ লাখ অভিযোগ জমা পড়েছে। সব বিভাগ ও জেলা অফিস সক্রিয়ভাবে কাজ করায় সবাই এখন সাবধান হচ্ছে।

শনিবার (২৬ অক্টোবর) হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশনের নিজস্ব ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত এ কথা বলেন।

দিলোয়ার বখত বলেন, শিক্ষার্থীদের মধ্যে একটি ধারণা জন্মেছে ঘুষ ছাড়া চাকরি হয় না।

দুদক এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর কর্মসূচি গ্রহণ করেছে।  

হবিগঞ্জ গণপূর্ত বিভাগ পাসপোর্ট অফিস সংলগ্ন সরকারি ভূমিতে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নান্দনিক এই ভবনটি নির্মাণ করা হয়। ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের ২ তলা সম্পন্ন হয়েছে।

উদ্বোধন শেষে নতুন ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তৃতা দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ সরকার, দুদকের উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।