ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানে সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।

বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

ঝালকা‌ঠি: সকালে দিবসটিতে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে ঝালকা‌ঠি পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।

সেখানে আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এবং কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।  

জেলা কমিউনিটি পুলিশিং ফোরোমের সভাপতি আব্দুল মান্নান রসূলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার (এমপি) ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির প্রমুখ।

সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বরিশাল: সকালে দিবসটিতে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।  

পরে জেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।  

সভা বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এসএম ইকবাল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেন জেরিন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব হাওলাদার।  

সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার, ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান প্রমুখ।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া, বগুড়া, যশোর, লক্ষ্মীপুর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, চুয়াডাঙা, গোপালগঞ্জ, জয়পুরহাট, মাগুরা, নড়াইল, নরসিংদী, নীলফামারী, মৌলভীবাজার, সাভারে দিবসটি পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।