রোববার (২৭ অক্টোবর) ভোরে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, রোববার ভোর ৪টার দিকে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। তবে আশেপাশের লোকজনের কাছে থেকে জানতে পেরেছি শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তার রং সাইড দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, তার ভ্যানে এক নারী ছিলেন। এসময় একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এজেডএস/ওএইচ/